কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রবিবার ভোরে ৮৪০ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটকের কথা জানিয়েছে বিজিবি।
তারা হলেন- উপজেলার পূর্ব দুবলাবাড়ী গ্রামের মো. হজরত আলীর ছেলে মো. ফয়জল হক (৩৫) ও বকবান্দা গ্রামের মৃত মজিদ আলীর ছেলে মো. ফরিদ মিয়া (৫০)।
৩৫ বিজিবি, জামালপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদের ভাষ্য, ভোরে রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিওপির হাবিলদার মো. আব্দুর রহিমের নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দুবলাবাড়ী এলাকায় অবস্থান করে। এসময় টহলদল দুজন লোককে নদীর পাড় দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো. ফয়জল হককে ৮৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ ১,৫০০ টাকাসহ আটক করা হয়। পরবর্তীতে আসামির দেয়া তথ্য অনুযায়ী সকালে তার সাথে থাকা মো. ফরিদ মিয়াকে আটক করা হয়। আটকদেরকে ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।